বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের সরাসরি তত্ত্বাবধানে ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে ৩য় শ্রণির কর্মচারী হিসেবে ১৫ জনকে নিয়োগ দেয়া হল শতভাগ সচ্ছতার মাধ্যমে। বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের সভাপতিত্বে গঠিত বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম, এই বিভাগের সকল সরকারি দপ্তরে তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ দেয় বোর্ড।
গত ২৫ অক্টোবর শুক্রবার হয়ে গেল ৪ এসপি অফিসে সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও নার্সিং সহকারী পদে ১৬ জন নিয়োগের জন্য লিখিত পরীক্ষা। এই ১৬ টি পদের জন্য ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে আবেদন আসে ১১৫৬ টি, তার মধ্যে যাচাই বাছাই শেষে ৭৯১ জন বৈধ আবেদনকারীকে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
শুক্রবার ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চট্টগ্রামের খাস্তগির উচ্চ বিদ্যালয়ে সকাল ৯:৩০ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত হওয়া এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৪ জন তাদের খাতা দেখেন ঐদিনই সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভিন্ন স্কুল কলেজ এর সিনিয়র শিক্ষকগণ। লিখিত পরীক্ষার খাতাগুলি আবার পুনর্মূল্যায়ন করেন পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ। সকল যাচাই বাছাই শেষে ঐদিনই বিকাল ০৪:০০ টায় দেওয়া হয় লিখিত পরীক্ষার ফলাফল যাতে কৃতকার্য হয় ৪২ জন, ঐদিনই আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে হয় ব্যবহারিক পরীক্ষা। গত মঙ্গলবার বিভাগীয় কমিশানারের কার্যালয়ে হয় ভাইবা পরীক্ষা।
সর্বোচ্চ সতর্কতা, মেধা যাচাই এর মাধ্যমে গতকাল ২৯ অক্টোবর লিখিত পরীক্ষার মাত্র ৪ দিনের মাথায় চুড়ান্তভাবে নিয়োগ পান ১৫ জন মেধাবী পরিক্ষার্থী। ইতিমধ্যে সরকারি কর্মচারী নিয়োগ দানে স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠা চট্টগ্রাম এর জনপ্রিয় বিভাগীয় কমিশনার জনাব মো. আব্দুল মান্নান জানান ' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনা বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন বিপুল সংখ্যক সৎ, মেধাবী ও দক্ষ জনবলের। বরাবরের মতই এবারও শতভাগ স্বচ্ছতা এবং সতর্কতার সাথে নিয়োগ দেওয়া হল ১৫ জন মেধাবীকে যাদের অনেকেই উঠে এসেছে অত্যন্ত সাধারন দরিদ্র পরিবার থেকে'।
নিয়োগ এর লিখিত পরীক্ষা কমিটির আহবায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রাম ও সরকারের অতিরিক্ত সচিব জনাব শংকর রঞ্জন সাহা জানান 'গত এক সপ্তাহে এই কার্যালয়ের সকল ম্যাজিস্ট্রেট এবং কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছে এই নিয়োগ পরীক্ষার জন্য, সর্বোচ্চ সততা ও শতভাগ স্বচ্ছতা ছিল লিখিত পরীক্ষাসহ সকল ধাপে'।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com