চট্টগ্রামে সুব্রত দাশ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সুব্রত বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার পরিমল দাসের ছেলে।
শুক্রবার ভোর রাতে তিনি নিহত হন বলে জানান পরিবার।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে সুব্রতর মরদেহ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তারা জানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুব্রত মারা গেছেন। কিন্তু এ ধরনের কোনো আলামত ছিল না মরদেহে।
বোয়ালখালীর ওসি হিমাংশু দাস রানা বলেন, সুব্রত বন্ধুদের সাথে সারা রাত বিয়ের অনুষ্ঠানে ছিল। সেখানে আনন্দে মেতে ছিলেন তিনি। পরিবারের স্বজনরা দাবি করেছে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। কিন্তু শরীরে এ সংক্রান্ত কোনো আলামত দেখা যায়নি। তাই এটা মৃত্যু না হত্যাকান্ড তা তদন্ত করা হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com