চট্টগ্রামে ভূমি অফিসের দালালকে পুলিশে দিলেন বিভাগীয় কমিশনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

চট্টগ্রাম ষোলশহর ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে এক দালালকে ধরে পুলিশে দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

মঙ্গলবার দুপুরে ১২টার দিকে সিরাজ (৩৫) নামের ওই দালালকে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি বলেন, ‘স্যারের কাছে অভিযোগ ছিল, সিরাজ নামের এক দালাল ষোলশহর ভূমি অফিসে প্রায়ই আসে। সেবাগ্রহিতাদের ‘মিস গাইড’ করে। আজ ভূমি অফিস পরিদর্শনে এসে তিনি অভিযোগের সত্যতা পান এবং সিরাজকে ধরে পুলিশের হাতে তুলে দেন।’

সহকারী কমিশনার আরও, যথাসময়ে অফিসে উপস্থিত না থাকা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, নাগরিক সেবা হয়রানিমুক্ত এবং আরও সহজ কারর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘ষোলশহর ভূমি অফিসে দালালের উৎপাত নিয়ে প্রচুর অভিযোগ ছিল। মঙ্গলবার সকালে সেখানে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাই।

তহসিলদারের চেয়ারে বসা এক দালালকে ধরে পুলিশে দিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’