নিখোঁজের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার নালায় নিখোঁজ হওয়া ব্যবসায়ী সালেহ আহমদের (৫০)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত ওই নালার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে নিখোঁজের পর দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। এরপর আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা ৪০ মিনিট থেকে উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের ছয় সদস্য ও ডুবুরি টিমের ছয় সদস্যসহ মোট ১২ জন অভিযানে অংশ নিচ্ছেন৷ নালায় প্রচুর আবর্জনা থাকায় উদ্ধার প্রক্রিয়া একটু ব্যাহত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে উদ্ধারকারী টিম চান্দগাঁও থানার বহদ্দারহাট ও ডুবুরি টিম শমসের পাড়া এলাকায় কাজ করছে।’
নিখোঁজ সালেহ আহমদের ভাই মনির আহমদ বলেন, ‘গতকাল মাইজভান্ডার যাওয়ার পথে আমার ভাই নিখোঁজ হয়েছিলেন। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’
বুধবার সকালে সালেহ আহমদ ফটিকছড়ি মাইজভান্ডারে যাওয়ার উদ্দেশে রওনা দেন। বাসে ওঠার জন্য তিনি মুরাদপুর মোড়ে দাঁড়ান। বেলা ১১টার দিকে হাঁটতে গিয়ে তিনি মোড়ের নালায় পড়ে যান। পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানির তীব্র স্রোতে ভেসে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সালেহ আহমদ চকবাজার এলাকায় তরকারির ব্যবসা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com