চট্টগ্রামে ঈদ জামাতে ক্রিকেটাররা

লেখক:
প্রকাশ: ৮ years ago

চট্টগ্রামে দামপাড়া পুলিশলাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় মুমিনুল-নাসিরদের সাথে নামাজ আদায় করেন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। ঢাকায় পরিবারের সঙ্গে কোরবানির আনুষ্ঠানিকতা করবেন সাকিব, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল ও মিরাজ। তাই চট্টগ্রামে অবস্থান করা ক্রিকেটারদের জন্যে ভিন্ন আয়োজন করেছেন ওপেনার তামিম ইকবাল খানের পরিবার।

চট্টগ্রামে টিম হোটেল রেডিসন ব্লু থেকে তামিমের বাড়ির দূরত্বও খুব বেশি নয়। এ কারণে ঈদে সতীর্থদের খানিকটা পারিবারিক পরিবেশ দিতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তামিমদের বিশেষ এই ব্যবস্থা।

চট্টগ্রামে অবস্থান করা ক্রিকেটাররা ঈদের দিন বাঁহাতি ব্যাটসম্যানের বাড়িতেই কিছুটা সময় কাটাবেন।

খুলনাজাতীয়প্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago