স্টাফ রিপোর্টারঃ এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি) এর অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধানে ও চট্টগ্রাম আনাহনী লিমিটেড এর ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্য পুত্র আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে ৩য় 'শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯' আগামী ১৯ হতে ৩১ অক্টোবর ২০১৯ তারিখ চট্টগ্রাম এম. এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত টুর্নামেন্টে থাইল্যান্ড, নেপাল ও মালদ্বীপ লীগের জনপ্রিয় ক্লাব ফুটবল দল এবং ভারতের ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এসি ও কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিঃ ও স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিঃ সহ মোট ৮ টি দল অংশগ্রহন করবে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। টুর্নামেন্ট সফল করতে গঠিত অর্গানািজিং কমিটির চেয়ারম্যান মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ জনাব সামশুল হক চৌধুরী এমপি, এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
গত ২৮ আগস্ট জাতীয় সংসদ এর হুইপ সামশুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায় টুর্নামেন্ট সফল করতে টুর্নামেন্ট এর অর্গানািজিং কমিটির সভাপতি মাননীয় অর্থমন্ত্রী একজন ক্রিড়াপ্রেমী হিসেবেই চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানকে অর্গানাইজিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম এর জননন্দিত বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এর কাছে জানতে চাইলে তিনি জানান 'বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ কাপ্টেন শেখ কামাল এর নামে আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট টি ইতিমধ্যে চট্টগ্রাম এবং সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, এবারও টুর্নামেন্টটিকে সফল করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহন করা হবে' তিনি এ প্রসংগে টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রাম বিভাগের জনসাধারণ এর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানান, তিনি আশা প্রকাশ করেন টুর্নামেন্ট এর প্রতিটি ম্যাচে অনান্য বারের চেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিত থেকে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট উপভোগ করবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com