চট্টগ্রামের বাঁশখালীতে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৩ years ago

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শঙ্খ নদীতে ডুবে রাব্বি হোসেন (৩) ও মো. শাহেদ (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই ওই গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর বাবা সাজ্জাদ হোসেন রোববার বিকেলে শঙ্খ নদীর তীরের একটি জমিতে কাজ করছিলেন। দুই ছেলে তার সঙ্গে ওই জমিতে যায়। সাজ্জাদের কাজের ফাঁকে খেলতে দিয়ে দুই ভাই নদীর পানিতে পড়ে যায়। সাজ্জাদ দেখতে পেয়ে নদী থেকে দুজনকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী জানান, পুকুরিয়ায় দুই শিশু পানিতে পড়ে নিহত হওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনেছি। দুই শিশুর পিতা কৃষি কাজ করেন। শিশু দুটিকে দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।