চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নম্বর স্পুফিং (কম্পিউটার সিস্টেমের মাধ্যমে নম্বর নকল) করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী কাউন্সিলররা বিষয়টি জেলা প্রশাসককে জানান।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, 'দুপুরে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর আমার সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছে বলে আমাকে জানান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে বিষয়টি অবহিত করি। বিদেশ থেকে আমার মোবাইল নম্বর স্পুফিং করে টাকা দাবির কাজটি করা হয়েছে বলে গ্রামীণফোন থেকে আমাকে জানানো হয়েছে। বিষয়টি বিটিআরসিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রামে ডিসি হিসেবে দায়িত্ব পালনের পর থেকে অত্যন্ত সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে দায়িত্ব পালন করছি। কিন্তু এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক।'
কেউ ফোন করে টাকা দাবি করলে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে, কেউ যাতে স্পুফিংয়ের শিকার না হন, তার জন্য সবাইকে সতর্ক করতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ডিসি মো. ইলিয়াস হোসেন। সেখানে তিনি উল্লেখ করেন, 'জেলা প্রশাসক, চট্টগ্রামের অফিসিয়াল নম্বর ক্লোন করা হয়েছে। কেউ আর্থিক বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ে যোগাযোগ করলে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com