চকবাজারে ২৮ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

:
: ৭ years ago

রাজধানীর চকবাজারের মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে ২৮ কোটি ৩৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চকবাজারের আল সাহানী ও আল মদিনা মার্কেটের বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে এক কোটি ৪২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড সদরের গোয়েন্দা শাখা ও ঢাকা জোন।

কোস্টগার্ড বাহিনীর কমান্ডার বিএন এ এইচ এম শামীম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোগলটুলি এলাকায় আল সাহানী ও আল মদিনা মার্কেটের বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৪২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য ২৮ কোটি ৩৫ লাখ টাকা।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর। অবৈধ কারেন্ট জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড অবৈধ কারেন্ট জাল ধ্বংসে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলেও জানান তিনি।