বরিশালে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা।
রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কর্মরত ডাক্তারদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিল ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই হাসপাতালে মঙ্গলবার (৩০ জুলাই) থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ দেয়া হচ্ছে।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি আজ থেকে ডেঙ্গু রোগীর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ বিনামূল্যে করা হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রয়েছে। যেসব ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেসব ওয়ার্ডে আজ থেকে বাফার স্টক ও পর্যাপ্ত ওষুধসহ স্যালাইন রিজার্ভ করে রাখা হচ্ছে।
এদিকে ওই হাসপাতালে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৯ জন নারী ও ১৬ জন পুরুষ। চলতি মাসের গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ৬৪ জন রোগী ভর্তি হয়। যার মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং ২ যুবকের মৃত্যু হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com