ঘূর্ণিঝড় সিত্রাং: সাতক্ষীরায় বেড়িবাঁধের ১০ পয়েন্ট ঝুঁকিপূর্ণ

লেখক:
প্রকাশ: ২ years ago

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে। এর প্রভাবে ইতোমধ্যেই সাতক্ষীরা উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। একই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। ঝড়ের কারণে এ জেলার মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে উপকূল রক্ষা বেড়িবাঁধ।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন তারা। জেলার প্রতিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাধঁ এলাকায় জিও ব্যাগ ও রোলব্যাগ পাঠাতে বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উপকূলীয় এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৮০ কিলোমিটার বাঁধের মধ্যে ১০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধের ভাঙন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ১০৮টি এবং শ্যামনগর উপজেলায় ১০৩টি আশ্রয়কেন্দ্রসহ ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।