বড় ধরনের কোন দুর্যোগ ছাড়াই কেটে যাচ্ছে ঘূর্নিঝড় ‘ফনী’র প্রভাব। তবে গত শুক্রবার রাত থেকে সর্বোচ্চ ৭৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া দমকা ও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে বরিশাল জেলার ১০ উপজেলায় ৯ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।
১ হাজার ঘরবাড়ি এবং বহু গালপালা উপড়ে পড়েছে। এছাড়া ৬৫ কিলোমিটার কাঁচা সড়ক এবং ২০ মিটার পরিমান বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রন কক্ষে ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিতকরণ সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক।
ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।