চাকরিতে প্রবেশের আগে পবিত্র কোরআন ছুয়ে শপথ করেছি সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। এবং তা ধরে রাখতেও চেষ্টা করে যাচ্ছি। দুর্নীতি বা অপরাধের সাথে কখনও আপস করেনি এবং আগামীতেও করার চিন্তা ভাবনা নেই। বরং যে ক’দিন ওসি হিসেবে আছি জনগণের সেবায় নিয়োজিত থাকবো।
কথাগুলো বলেন- বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
সোমবার কাউনিয়া পুলিশ আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের উপস্থিতিতে তিনি এই কথাগুলো বলেন।
বক্তব্যের একপর্যায়ে ওসি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কমিশনারের উদ্দেশ করে বলেন- কাউনিয়া থানায় যোগদানের পরে কেউ বলতে পারবে না দুর্নীতি বা অপরাধের সাথে আপস করেছি। যদি কেউ কখনও প্রমাণ দিতে পারে সেই দিনই চাকরি ছেড়ে চলে যাবো।
এসময় পুলিশের আরও অনেক উর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com