ঘরমুখো মানুষের কর্মে ফেরার নিরাপত্তায় বরিশালে আনসার বাহিনীর সাফল্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

ঈদে ঘুরমুখো মানুষের কর্মস্তলে ফেরার নিরাপত্তা দিতে বরিশাল আনসার বাহিনী ব্যাপক ভূমিকা রেখেছে। ঈদে বরিশাল লঞ্চ টার্মিনালে একাধিক দুর্ঘটনার কবল থেকে যাত্রীদের রক্ষা করেছে, আরেকদিকে র্কীতনখোলা নদীতে দুর্ঘটনায় পতিত একজনকে জীবত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।

পাশাপাশি বিআইডব্লিউটিএ’র ডুবরীর সাথে সহযোগিতায় নদী থেকে কুরআনে হাফেজ এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। সরেজমিনে যাত্রীদের ভাষ্যমতে- আনসার বাহিনী যাত্রাপথে নিরাপত্তায় সাফ্যলজনক ভূমিকা রেখেছেন। আনসার সদস্যদের কর্মকান্ড প্রশংসাজনক বলে মন্তব্য করেন বেশ কয়েক যাত্রী। ৩০ সদস্যের আনসার বাহিনীর টিমে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সঞ্জীব সিংহ বিএএম।

এছাড়া অংশ গ্রহণ করেন পিসি সোলেমান, পিসি মোয়াজ্জেম খোকন, পিসি মো: জামাল হোসেন, এপিসি কুদ্দুস, আনসার সোহাগ, আনসার উজ্জ্বল দাস, আনসার পারভেজ হোসেন, চয়ন সমাদ্দার, আনসার আলামিন, আনসার হাসান ও আনসার সুমন মৃধা।

এদিকে ঈদে ঘরমুখো মানুষের কর্মস্তলে ফেরার নিরাপত্তা প্রসঙ্গে বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: আফজাল হোসেন বলেন- আমার সদর উপজেলা কোম্পানী কমান্ডারসহ ৩০ জন ঈদে যাত্রীদের নির্বিঘ্নে কর্মে ফেরতে প্রশংসনীয়ভাবে দায়িত্ব পালন করে।

এরমধ্যে পিসি, এপিসি ৬ জন, আনসার সদস্য ২৪ জন অংশগ্রহণ করে। নৌ পুলিশের ওসি মো: বিল্লল হোসেন বলেন- যাত্রী সেবা নিশ্চিতে পুলিশের সঙ্গে স্বচ্ছ সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে । তিনি বলেন- তাদের দায়িত্ব পালন প্রশংসাকর। সচেতনমহল মনে করেন- আনসার বাহিনীকে যথাযথ প্রশিক্ষণ ও সরাঞ্জামাদী দিয়ে স্বয়ং সম্পূর্ন করা হলে এ বাহিনী জনকল্যানমুখী কাজে আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে।