গ্লোবাল অ্যাওয়ার্ড নারীদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

নারী উদ্যোক্তা সৃষ্টিতে সফলতার স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ নারীদের উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী সম্মাননাটি নারীদের উৎসর্গ করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে’ যোগ দিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে তিন দিনের সফরে গত শুক্রবার ভোরে সিডনি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী সিডনি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মাননায় ভূষিত করে।