গ্রুপ স্টাডির প্রতি জোর দিতে হবে- ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়

:
: ৭ years ago
উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের  ছাত্র উপদেষ্টাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো: হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সহ ২০ টি বিভাগের সম্মানিত ছাত্র উপদেষ্টাবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র উপদেষ্টাগণের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ আরও বেশি মাত্রায় নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। আপনারা যারা ছাত্র উপদেষ্টার দায়িত্বে আছেন তারা শিক্ষার্থীদেরকে  বিভিন্ন গ্রুপের আওতায় নিয়ে আসবেন, অর্থাৎ গ্রুপ স্টাডির প্রতি জোর দিতে হবে। শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে সে বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে।  উপাচার্য আরো বলেন, বাংলাদেশ ক্রমেই উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারনে। শিক্ষার্থীদের বড় একটা অংশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হয়েছে। রাষ্ট্রের প্রতিটি পর্যায়কে এখন ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে, যার সুফল পাচ্ছে সমগ্র বাংলাদেশবাসী।

তিনি বলেন, আর এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র  সজীব ওয়াজেদ জয়। তাই বাংলাদেশকে একটি উন্নত ও ধনী রাষ্ট্রে পরিনত করতে হলে আমাদেরকে শুধু আর্থিকভাবে ধনী হলে চলবে না, চিন্তা-চেতনা এবং মন মানসিকতায়ও আমাদেরকে ধনী হতে হবে। আর তাই এখন থেকেই শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনাদের।