গ্রাহকের প্রায় ২০-৩০ কোটি টাকা নিয়ে উধাও হওয়া মাদারীপুরের কালকিনির ডে-নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এনজিওর দুই পরিচালক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলার কালকিনির এনায়েতনগর ইউনিয়নের দরিচর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - স্বামী হুমায়ুন কবির খোকন (৬০) ও স্ত্রী হাসিনা বেগমকে (৫০)।
পুলিশ জানায়, জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার দরিচর গ্রামের মনিরুজ্জামান ওই এলাকায় গত ২০০৭ সালে ডে-নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও অফিস গড়ে তোলেন। এতে কর্মী নিয়োগসহ উপজেলার প্রায় ১০টি জনবহুল হাট বাজারে ব্রাঞ্চ অফিস রয়েছে। দৈনিক, সপ্তাহ, মাসিক সঞ্চয় সংগ্রহ ছাড়াও এটিতে নেয়া হতো মাসিক মুনাফায় লাখ লাখ কোটি টাকা। অনেকে জমি বিক্রি পেনশনের টাকাও দিয়েছে এ প্রতিষ্ঠানে। অধিক মুনাফা পাওয়ার প্রলোভন দিয়ে প্রায় ১০ হাজার গ্রাহকদের কাছ থেকে ২০-৩০ কোটি টাকা হাতিয়ে নেন বলে প্রতিষ্ঠানটির খোদ মাঠকর্মীরা সংবাদ সম্মেলন করে জানায়।
কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, এ এনজিওটির বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা হওয়ায় স্বামী-স্ত্রী দুই পরিচালকে গ্রেফতার করা হয়েছে। এনজিওটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com