গ্রাহকদের সাথে প্রতারণা সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লেখক:
প্রকাশ: ৩ years ago

গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১৬ নভেম্বর বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হয়।

মামলায় সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মিসেস রুবিনা হামিদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আসলাম রেজা, সি এফ ও রবিউল আলম, কোম্পানির আ,সান বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সাকিন আহমেদ, এ এম ডে শাহেদুর রহমান খান, উন্নয়ন প্রশাসন বিভাগের কর্মকর্তা পারভেজ আহম্মেদ চৌধুরী ও হিসাব ইনচার্জ আশরাফুল ইসলামকে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামের খবির উদ্দিন হাওলাদার।

মামলায় ৬৩ জন গ্রাহককে সাক্ষী করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগে খবির আদালতে বলেন,কলসকাঠি ইউনিয়নে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু হলে খবির সহ মামলা সাক্ষীরা পলিসি গ্রহণ করে। তাদের অনেকের পলিসির মেয়াদ ২০১৭/১৮ সালে শেষ হয়। তারা কোম্পানির নিয়ম অনুসারে টাকা ফেরত চায়।

অভিযুক্তরা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। কোম্পানির কাছে বাদী সাক্ষীর ১২ লাখ ৪ হাজার একশ ৪৯ টাকা পাওনা রয়েছে। গত ১৪ অক্টোবর বরিশালের কার্যালয়ে বার্ষিক উন্নয়ন সভায় উপস্থিত হয়ে টাকা ফেরত চাইলে কোম্পানির সদস্যরা অস্বীকার করে।

এধরণের অভিযোগ দেয়া হলে আদালতের বিচারক মাসুম বিল্লাহ অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশকে আদেশ দেন বলে আদালত সূত্র নিশ্চিত করেন।