গ্রামের বাড়িতে আর বেড়াতে যাওয়া হল না পৃথুলার

লেখক:
প্রকাশ: ৬ years ago

যশোর প্রতিনিধি : গ্রামের বাড়িতে আম খেতে আসা কথার ছিল। কিন্তু আর আসা হলো না। ছুটিতে এসে ঘুরে ফিরে বেড়াবে এমন কথা বলেছিলেন। আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু সে আর কোন দিন আসবেন না। কথাগুলো বলছিলেন- নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সহকারী পাইলট পৃথুলা রশিদের (২৬) স্বজনরা।

তার গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার ইলিশপুর গ্রামে। পৃথুলা রশিদ ওই গ্রামের কাজল হোসেন ও রাফেজা বেগম দম্পতির একমাত্র সন্তান। তার মা একটি এনজিওতে চাকরি করেন। বাবা ব্যবসায়ী। তারা বর্তমানে ঢাকার বাসিন্দা।

চাচাতো বোন উম্মে ইলমা ও উম্মে জান্নাতি বলেন, আপু আর কোন দিন আমাদের মাঝে আসবেন না।

পৃথুলা ২০১৬ সালের জুলাইয়ে অফিসার পদে সহকারী পাইলট হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের যোগদান করেন। চাকরির কারণে তাকে গ্রামের বাড়ি আসা হতো না।

তবে এবার মার্চের শেষে বা এপ্রিলের দিকে তার বাড়ি আসার কথা ছিল। চাচা কামাল হোসেন ও সহিদুল আলাল জানান, আমাদের সব স্বপ্ন ভেঙ্গে গেছে। ও শুধু আমাদের সম্পদ না। দেশের সম্পদ ছিল।