গ্রামীণফোনের পর এবার রবিকে রেলওয়ের ফাইবার ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রবি রেলওয়ের ৪১২ কিলোমিটার ফাইবার সরাসরি ব্যবহার করতে পারবে। বিষয়টি নিয়ে রেলওয়ের সঙ্গে রবির একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।
জানা গেছে, রেলওয়ের পুরো ফাইবার অপটিক ক্যাবলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রামীণফোনের। ১৯৯৭ সালে গ্রামীণফোন ও বাংলাদেশ রেলওয়ে’র মধ্যে এ বিষয়ে ২০ বছর মেয়াদি চুক্তি হয়েছিল। কিন্তু পরে ফাইবার পরিবর্তনের সময় নতুন চুক্তি হয়। কিছুদিন আগে রেলওয়ে ৪১২ কিলোমিটারের জন্যে দরপত্র আহ্বান করে এবং রবি সেই দরপত্রে সাড়া দিয়ে চুক্তি স্বাক্ষর করে। আরও ১ হাজার ৬০০ কিলোমিটারের ফাইবার আছে যেটার মালিকানা রেলওয়ের কিন্তু আইনগত জটিলতার কারণে তা গ্রামীণফোনের কাছেই থেকে যাচ্ছে সেই ফাইবার।
উল্লেখ্য, অপারেটগুলোর দাবির মুখে ২০১৬ সালে সরকার রেলওয়ের ফাইবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। রেলওয়ের এই ফাইবার পাওয়ার পর রবির নেটওয়ার্কিং পরিস্থিতি আগের চেয়ে একটু হলেও ভালো হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। মোবাইল ফোন অপারেটরগুলোর মধ্যে এতোদিন রবির হাতেই সবচেয়ে কম অপটিক্যাল ফাইবার ছিল।