গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল।

:
: ৪ years ago

আজ ২ মার্চ দিবাগত মধ্যরাতে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশকিছু ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকান্ডে টিভি, ফ্রিজ, ইলেক্ট্রনিকস, মোবাইল, মুদি-মনোহারি, বাস কাউন্টার সহ ৫০-৬০ টির মতো ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ০৬ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ভোর রাতে এ খবর পেয়ে ভোর ৫:৪৫ ঘটিকায় ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তার সাথে ঘটনাস্থলে উপস্থিত হন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী ইসরাত জাহান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়। ঘটনাস্থল পরিদর্শন কালে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ নিরুপন করার কার্যক্রম চলমান রয়েছে।