গৌরনদীতে ১০ মিনিট দেরিতে এসএসসি পরীক্ষা শুরুর অভিযোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি’র প্রথম দিন ১০ মিনিট দেরিতে পরীক্ষা শুরুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. রাকিবুল হাসান এবং কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শাহাবউদ্দিনের বিরুদ্ধে গাফেলতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে।

কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন বলেন, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সংলগ্ন বার্থী ডিগ্রি কলেজে প্রশ্ন নিয়ে পৌঁছতে ৩-৪ মিনিট দেরি হয়েছে। পরবর্তীতে ওই সময় পরীক্ষার্থীদের পুষিয়ে দেওয়া হয়েছে।