বরিশালের গৌরনদীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিলের প্রতিবাদে বার্থী ইউনিয়নের সুবিধা বঞ্চিত শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার বিকাল পৌনে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাড়কের ওপর সুবিধা বঞ্চিতরা এ কর্মসূচি পালন করা হয়। হত দরিদ্রদের কার্ড বাতিল করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস পুর্নরায় কার্ড বরাদ্দ’র আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়। মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ঘটনাস্থল থেকে বিএনপির ২ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
অবশ্য, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার দাবি করেছেন, ইউএনও’র চিঠির পরিপেক্ষিতে বিত্তবানদের নামের কার্ড বাতিল করে সরকারি বিধিমোতাবেক হতদরিদ্রদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বিক্ষুব্ধরা জানায়, উপজেলার বার্থী ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির শুরু থেকেই তারা ১০ টাকা কেজি দরের চাল ডিলারের কাছ থেকে খরিদ করে আসছিলেন।
গত শনিবার ও রোববার বার্থী ডিলারের কাছে সুবিধাভোগীরা চাল আনতে গেলে তারা জানতে পারেন, ৯টি ওয়ার্ডের কার্ড সমন্বয় করার জন্য ১ থেকে ৫ নং ওয়ার্ডের তিন শতাধিক কার্ড কাটা হয়েছে। ১০ টাকা কেজি দরের চাল ডিলারের কাছ থেকে খরিদ করতে না পেরে তারা ক্ষুব্ধ হয়ে উঠে। কার্ড বাতিলের প্রতিবাদে সুবিধা বঞ্চিত শতাধিক নারী পুরুষ বার্থী বাসস্ট্যান্ড এলাকায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। শেষে বিক্ষুব্ধরা বিক্ষোভ মিছিল করে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে অবরোধের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে কয়েক হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়।
বার্থী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ রাজ্জাক হাওলাদার জানান, গত ডিসেম্বর মাসে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় ”গৌরনদীতে ১০ টাকা কেজি দরের চাল বিত্তবানদের ঘরে”-শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ইউএনও উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিত্তবানদের নামের কার্ড বাতিল করে হতদরিদ্রদের নামে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। এ কারণে বার্থী ইউনিয়নের একই ঘরে একাধিক কার্ড, প্রবাসী, পাকা ভবনের মালিক, চাকুরিজীবী, সম্পদশালী ও বিত্তবানদের নামের কার্ড কেটে সরকারি বিধিমোতাবেক হতদরিদ্রদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।
বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ্’র ভাবমূর্তি নষ্ট করার জন্য স্থানীয় আ’লীগ ও যুবলীগের ২/৩ নেতার নেতৃত্বে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের নিয়ে মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তদন্ত সাপেক্ষে পুনরায় কার্ড বরাদ্দের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নেয়। সরকারি বিধিমোতাবেক বিত্তবানদের কার্ড বাতিল করা হয়েছে।
তবে, কোন হত দরিদ্র’র নামের কার্ড কাটা হয়ে থাকলে, তা তদন্ত সাপেক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্থী বাজারের চালের ডিলার চালের বিতরণকৃত নামের তালিকা তাৎক্ষনিক দিতে পারেনি। ফলে যে চাল বিতরণ হয়নি, ওই চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও জানান। গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।