গৌরনদীতে সরকারি চাল মজুদ ও বিক্রয় করার অপরাধে ০৩ জনকে ৬ মাসের জেল ৬০ হাজার টাকা জরিমানা

:
: ৪ years ago

করোনা ভাইরাস এর প্রভাবে দেশ জখন টালমাটাল তখন দেশের কিছু অসৎ মানুষের কার্যকলাপের ফলে ভাটা পড়ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সরকার এবং প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও থামানো যাচ্ছে না তাদের অপকর্ম। ইউনিয়ন পর্যায়ে দরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ কর্মসূচী (খাদ্যবান্ধব কর্মসূচী) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রদীপ দত্ত (৫০) সহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক অন্য দুজন হলেন বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহা (৩২) ও চাল পরিবহন কাজে ব্যবহৃত ভ্যানচালক শংকর পাল (২৮)।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী ইসরাত জাহান। গৌরনদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃতব্য চালের মজুদ ও বিক্রির করার দায়ে প্রত্যেককেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পংকজ সাহার দুটি গুদামে অভিযান চালিয়ে। দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৫ বস্তা মোট দুটি গুদাম থেকে ৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় (কালোবাজারে বিক্রি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।