গৌরনদীতে করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর দায়ে ৬ জন ব্যক্তিকে দের লাখ টাকা জরিমানা।

:
: ৪ years ago

আজ ১ এপ্রিল বুধবার বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর এলাকার কয়েকজন বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করার মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেলে সাথেসাথে মোবাইল কোর্ট অভিজান পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম (৩৩), মোঃ হাসান আল মামুন (৩৩), মোঃ সিরাজুল ইসলাম (৪৫), দীপালি দেবনাথ (৫৫), সালমা আক্তার (৫৫), আবদুল কাদের মোল্লা (২১) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করার মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট অভিজান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী ইসরাত জাহান। তিনি জানান, দণ্ডিতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মাইকিং করে এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়িয়ে আসছিল। এ অপরাধে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে কেউ যাতে মিথ্যে তথ্য বা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি করতে না পারে, সে জন্য জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাম জাহান।