গৌরনদীতে এসি ল্যান্ডন্ডের নেতৃত্বে উপজেলায় খাল দখল এবং সরকারী জমিতে অবৈধ স্থাপণা উচ্ছেদে অভিযান

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: সরকারি বিধি নিষেধ এর তোয়াক্কা না করে কতিপয় অসাধু ব্যক্তিদের দ্বারা বরিশাল জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে অবৈধ দোকান এবং আশোকাঠী বাজারে সরকারী জমিতে অবৈধ পাকা স্থাপণা নির্মাণ করে আসছে। বিষয়টি জানতে পেরে আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এর নির্দেশনায় দুইটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়।

অভিযানে আশোকাঠী বাজারের মধ্যের নির্মিত অবৈধ পাকা স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল উপর অবৈধ দোকান গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন বলেন, গৌরনদী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।