গোয়ালন্দঘাট হতে দেশীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮

লেখক:
প্রকাশ: ৫ years ago

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৫ জানুয়ারি ২০১৯ইং তারিখ দুপুরে অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উজানচর মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ আক্কাস মোল্লা(৫৮), পিতা- মৃত জয়নুদ্দিন মোল্লা, সাং-রমজান মাতুব্বর পাড়া, ২। মোঃ মনিরুল ইসলাম(২৩), পিতা-মোঃ সোহরাব বেপারী, সাং-বেপারী পাড়া ৫নং ওয়ার্ড, ৩। মোঃ ওয়াসিম শেখ(৩২), পিতা-মৃত বাবলু শেখ, সাং-সাকৈর ফকির পাড়া ৯নং ওয়ার্ড, সর্ব থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদেরকে ৩৩১ (তিনশত একত্রিশ) লিটার দেশীয় মদ সহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় মদ সহ আটককৃত আসামীদেরকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।