গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী চম্পা মন্ডল নিহত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় রাস্তা পারাপারের সময় খুলনাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত ওই ছাত্রীর বাড়ি খুলনার দাকোপ থানার ডালিয়া খালি গ্রামে। তার বাবার নাম সুদেব মন্ডল। এ ঘটনার পর শত শত ছাত্র-ছাত্রী হাসপাতালে এসে হাজির হয়।
উত্তেজিত হয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক এক ঘন্টা অবোরোধ করে রাখে।
পরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. নুরুদ্দিন আহম্মেদ আগামীকাল রবিবার এক দিনের শোক কর্মসূচী ঘোষণা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু,উত্তেজিত এক দল ছাত্র দুঘর্টনাস্থল ঘোনাপাড়ায় রাত ৯ টায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গোপালগঞ্জ সদর থানার পরিদশর্ক (তদন্ত) গোলাম ফারুক ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।