উত্তর কোরিয়া পরমাণু হামলার হুমকি দেওয়ার পর চুপ করে থাকেনি ট্রাম্প সরকারও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে বলেছেন, তার ডেস্কেও রয়েছে নিউক্লিয়ার বাটন এবং উত্তর কোরিয়ার থেকেও বড় নিউক্লিয়ার বোমা তার কাছে রয়েছে। কিন্তু এই বাটন-এর মানে কি জানেন? আসলে প্রেসিডেন্টের কাছে নাকি রয়েছে এক গোপন কোড।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পরমাণু হামলা করার জন্য প্রেসিডেন্ট আদেশ দিতে পারেন। কিন্তু আদেশ দেওয়ার পর তাকে এই গোপন কোডটিও সামরিক বাহিনীর হাতে তুলে দিতে হয়। এরপরেই এই হামলা করা সম্ভব।
রিপোর্ট অনুযায়ী, একবার প্রেসিডেন্টের কাছ থেকে আদেশ পাওয়ার পর সামরিক বাহিনী এমন কাজ করতে বাধ্য। যদি কোনও কর্মকর্তা এমন কাজ করতে অস্বীকার করে বা ইস্তফা দেয়, তারপরেও প্রেসিডেন্টের এই আদেশ মান্য করা হবে। তবে ট্রাম্পের কাছে এই ধরনের হামলা করার অধিকার রয়েছে কিনা সে নিয়েও প্রশ্ন রয়ে যায়।
যদি শত্রুপক্ষ মিসাইল ছোঁড়ে তাহলে প্রত্যুত্তরে মাত্র ৩০ সেকেন্ডেই নাকি হামলা করতে সক্ষম আমেরিকা। এমনকি শত্রুর ছোঁড়া সেই মিসাইলটি আকাশেই ধ্বংস করে দিতে পারে ট্রাম্পের সামরিক বাহিনী।
প্রসঙ্গত, আমেরিকার কাছে বিশ্বে সবচেয়ে উন্নতমানের পরমাণু হাতিয়ার রয়েছে বলে মনে করা হয় যা প্রযোজনে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দিতে পারে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com