গোপনে ক্ষেপণাস্ত্র সরাচ্ছে উত্তর কোরিয়া!

লেখক:
প্রকাশ: ৭ years ago

কয়েকটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার একটি রকেট ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের গোপন এই ঘাঁটিতে কেবলমাত্র আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করা হয়।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছে।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের উত্তরে অবস্থিত সানুমদংয়ের ক্ষেপণাস্ত্র গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র নাম-প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র এ তথ্য যুগিয়েছে। অবশ্য, কবে বা কোথায় এই সব ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে খবরে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। কেবিএস ধারণা করছে, বাড়তি কোন পরীক্ষার প্রস্তুতি হয়ত নিচ্ছে উত্তর কোরিয়া। আগামী মাসের ১০ তারিখে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী। সে দিনে নতুন কোন পরীক্ষা পিয়ংইয়ং চালাতে পারে বলে আশংকা করছে কেবিএস। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উসকানি হিসেবে গণ্য করছে সিউল এবং ওয়াশিংটন।