নিজেস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আবদুল রশিদ হাওলাদার (৬৩) নামের এক ব্যাক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উত্তর হোসনাবাদ নূরাণী মাদরাসার সামনের মাঠে বসে এ হামলা চালানো হয়। আহত কবি ও বীর মুক্তিযোদ্ধা হলো ওই থানার উত্তর হোসনাবাদ গ্রামের বাসিন্দা মৃত জাহা বক্স হাওলাদারের ছেলে ও এম. এল উড়াল পক্ষী লঞ্চের মালিক এবং বিখ্যাত কবি। আহত বীর মুক্তিযোদ্ধাকে আঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, উত্তর হোসনাবাদ নূরাণী মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও কবি মোঃ আবদুল রশিদ হাওলাদার এবং অত্র মাদরাসার সম্পতি লিচ নিয়ে দেখা শুনা করে আসছিল। গত বুধবার মাঠের একটি নারিকেল গাছ থেকে দুইটি বাইল লোক দিয়ে কাটায় সে। নারিকেল গাছের বাইল কাটায় ওই এলাকার মৃত আবদুল জলিল হাওলাদারের ছেলে নুর ইসলাম গালি গালাজ করে। এ নিয়ে উভয়ের মাঝে দন্দ্ব বিরাজমান ছিলো। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী নুর ইসলাম, মা সেলিমা,বোন রাবেয়া বেগম সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ হাওলাদারের উপরে হামলা চালায়। এ সময় তার সাথে থাকা উড়াল পক্ষী লঞ্চের মালামাল কেনার ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় । পরে তার ডাক চিত্কার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে । সেখানে থাকা অবস্থায় তার শরীলের অবনতি হলে তাকে কর্মরত চিকিৎসক শেবাচিমে প্রেরণ করেন। অত্র এলাকার বাসিন্দা রাসেদ (এস.আই) এর নির্দেশে এই হামলা চালানো হয় বলে এ বীর মুক্তিযোদ্ধা আরো জানান। বর্তমানে সে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে গৌরনদী থানার মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনেরা জানান ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com