মিরপুরে বিপিএলের এলিমেনটর ম্যাচে খুলনার বিপক্ষে দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের অনবদ্য ১২৬ রানের ইনিংসে ভর করে ২৮ বল বাকি থাকতেই ৮ উইেকেটে জয় পেয়েছে মাশরাফির দল। আর রংপুরের জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল মাহমুদউল্লাহর খুলনা টাইপটানস।
এদিন মিরপুরে ক্রিস গেইলের ওয়ান ম্যান শো দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। গেইল একাই ৫১ বলে ১২৬ রান করে এ আসরের প্রথম সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েছেন। সেঞ্চুরি করতে খেলেছেন মাত্র ৪৫ বল। তার ইনিংসটি সাজানো ছিল ১৪টি ছক্কা ও ৬টি চারের মারে। আর গেইলকে এদিন দারুণ সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিথুন। তিনি অপরাজিত ছিলেন ৩৬ বলে ৩টি চারের মারে ৩০ রানে। খুলনার হয়ে আর্চার দুটি উইকেট সংগ্রহ করেছেন।
এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ব্যাটিংয়ে নেমে পুরান ও কার্লোস ব্রাথ হোয়াইটের ব্যাটিংয়ে ভর করে ১৬৭ রান সংগ্রহ করে খুলনা। রংপুরের হয়ে লাসিথ মালিঙ্গা ২টি, নাজমুল, রুবেল, বোপারা ও সোহাগ গাজী ১টি করে উইকেট সংগ্রহ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com