আদালত প্রতিবেদক ॥ নগরীতে গৃহপরিচারিকা শিশুকে নিষ্ঠুর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরিকে জেলে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ১ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে আশরাফুল। আদালতের বিচারক মো. শামীম আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
জেলে যাওয়া আশরাফুল ইসলাম চহুতপুর নবজাগরণী স্কুল সংলগ্ন আকাশ মঞ্জিলের ৪র্থ তলার ভাড়াটিয়া। আদালত সুত্র জানায়, গৃহপরিচারিকা শিশু মরিয়মকে নির্যাতনের ঘটনায় ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টায় তার ভাড়া বাসা থেকে মরিয়মকে উদ্ধার করা সহ আখিকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় আশরাফুল পালিয়ে যায়। এঘটনায় রাতেই ডিবির এসআই ইউনুস আলী ফরাজী বাদী হয়ে ওই দম্পতিকে অভিযুক্ত করে শ্রম ও শোষণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলার ১৫ দিন পর গতকাল আশরাফুল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ওই আদেশ দেন ।