গৃহকর্মী লামিয়ার নির্যাতনকারীদের বিচার দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল নগরীর কাশিপুরে গৃহপরিচারিকা শিশু লামিয়া (১০) সহ সকল শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা শিশু সংগঠন খেলা ঘরের একদল শিশু সদস্য। শুক্রবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে একর্মসূচির আয়োজন করা হয়।

শিশু সংগঠন খেলা ঘর সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে মানববন্ধনে শিশু লামিয়া আক্তার মরিয়ম এর নির্যাতনকারী গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, খেলাঘর সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, জগলুল হায়দার শাহিন, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন আকাস, জহিরুল ইসলাম জাফর, বর্তমান সাধারন সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, নাজমুল হোসেন মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন নারী নেত্রী ও শিশু সংগঠক নিগার সুলতানা হনুফা।

উল্লেখ্য গত ১৫ই অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেনের কাছে ফেইসবুকের মাধ্যমে একটি আবেদনের পরিপেক্ষিতে পুলিশ কমিশনার দ্রুত মেট্রোডিবিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

বরিশাল মেট্রো ডিসি ডিবি মোয়াজ্জেম হোসেন ভূইয়া,এসি ডিবি নাসির উদ্দিন মল্লিক সহ একদল ডিবি সদস্য রাতে কাশিপুরে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার শিশু লামিয়াকে উদ্বার সহ গৃহকর্তী শারমিন আক্তারকে আটক করে। এঘটনার পর থেকে ডিবি পুলিশের তত্বাবধায়নে শিশু লামিয়া শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।