গুলশান থেকে ব্যবসায়ী ‘অপহরণ’

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাজধানীর গুলশান-১ এলাকা থেকে আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার বিকেলে গুলশান-১ নম্বরে ইউনিয়ন ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাহউদ্দিন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দুইজন লোক তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তার খোঁজ পেতে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

অনিরুদ্ধ বাংলাদেশের একজন কমার্শিয়াল ইম্পরট্যান্ট পার্সন (সিআইপি)। এঘটনায় রাজধানীর গুলশান থানায় একটি জিডি হয়েছে। জিডি নম্বর ১৭৭৩।