গুজবে কান দেবেন না, ভীত হবেন না মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আইন-শৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। তিনি বলেন, আপনারা কোনো গুজবে কান দেবেন না, ভীত হবেন না। স্বাভাবিক কার্যক্রম বজায় রাখুন। আজ বিকেলে পুলিশ হেডকোয়াটার্সের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন।
যেকোনো অপচেষ্টাকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী ০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একটি মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশের মানুষের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তা জানতে পেরেছি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দেশব্যাপী সর্বাত্মকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোথাও সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে নিকটস্থ পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করার জন্য অনুরোধ জানান আইজিপি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com