জাহিদুল হাসান,জবি প্রতিনিধি:: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় উপাচার্যদের সভা শেষে ফল প্রকাশ করা হয়।
এ ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন৷ পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন। অকৃতকার্য হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন৷ পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ৮৮ জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩০৪ জন।
গুচ্ছের 'এ'ইউনিটে প্রথম শাহরিয়ার আলম পাটওয়ারী। শাহরিয়ার সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(শাবিপ্রবি) কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার ৮৬.৫০।তার রোল নম্বর ১৬১৫৯৫।
ভর্তি পরীক্ষায় ৮৫ কিংবা তার চেয়ে বেশি নাম্বার পেয়েছেন ৫ জন। তাছাড়া ৮০ নাম্বারের উপরে পেয়েছেন ৪০ জন, ৭৫ নাম্বারের উপরে পেয়েছেন ১৮৫ জন, ৭০ নাম্বারের উপরে পেয়েছেন ৫৬১ জন, ৬৫ নাম্বারের উপরে পেয়েছেন ১ হাজার ৪৭৭, ৬০ নাম্বারের উপরে পেয়েছেন ৩ হাজার ৭২৯, ৫৫ নাম্বারের উপরে পেয়েছেন ৭ হাজার ৯১০, ৫০ নাম্বারের উপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com