গুগলের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক প্রকৌশলী। জেমস দামুর নামের ওই ব্যক্তিকে গত বছরের আগস্টে বরখাস্ত করা হয়। নারীদের অবমাননা করে তার লেখা ১০ পৃষ্ঠার একটি ডক্যুমেন্ট ফাঁস হওয়ায় ওই সিদ্ধান্ত নেয় গুগল।
দামুরকে বরখাস্তের বিষয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে জানান, কর্মক্ষেত্রে গুগলের আচরণ বিধি লঙ্ঘণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেমস দামুর এবার অভিযোগ করেছেন, 'গুগল রক্ষণশীল শ্বেতাঙ্গদের বিষয়ে বৈষম্য করে। তার সঙ্গে গুগল খারাপ আচরণ করেছে এবং তাকে কৌশলে শাস্তি দেয়া হয়েছে। এরপর বরখাস্ত করা হয়েছে। গুগল তাদের কর্মক্ষেত্রকে আরও বেশি বৈচিত্র্যময় করতে এবং পারিশ্রমিকের ব্যবধান কমিয়ে আনতে এমন সব সিদ্ধান্ত নিয়েছে যা অবৈধ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com