বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি হলুদ অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে দুপুর ১টার পর থেকেই বিএম কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া বলেন, অরক্ষিত সড়ক এবং বেপরোয়া চালকদের কারণে প্রাণ হারাতে হচ্ছে। নিরাপদ সড়ক চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে।
নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারীদের সাত দফা দাবি হলো—
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা অটোটি জব্দ করেছি এবং চালককে গ্রেপ্তার করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আহ্বান জানাই এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের কাজ চালিয়ে যাচ্ছি।