৫ জুন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলামের বাড়িতে যান এক ব্যক্তি। তিনি নিজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পরিচয় দিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। এ টাকা না দিলে নির্বাচনে তাঁকে পরাজিত হতে বলে জানান ওই ব্যক্তি।
কিন্তু নজরুল ইসলাম ওই ব্যক্তির কথা কান না দিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ তদন্ত করে জানতে পারেন, ওই ব্যক্তি একজন প্রতারক। এতে তাঁকে গ্রেপ্তারও করা হয়।
শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর টঙ্গী থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির নাম আতিকুল ইসলাম। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার রানাদিয়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর নগরীর আমিনবাড়ি এলাকায় বসবাস করেন।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ বলেন, ৫ জুন আতিকুল ইসলাম কাউন্সিলর পদপ্রার্থী মো. নজরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তিনি নিজেকে সহকারী অধ্যাপক ড.লিক্সন চৌধুরী হিসেবে পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সংবলিত ভিজিটিং কার্ড প্রদর্শন করেন। পুলিশ সুপার বলেন, আতিকুল নজরুল ইসলামকে নির্বাচনে পাশ করানোর লোভ দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে নির্বাচনে ফেল করানোরও ভয় দেখানো হয়।
হারুন-অর-রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুল ঘটনার সত্যতা স্বীকার করেছে।
সংবাদ সম্মেলন শেষে ছবি তোলার এক ফাঁকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা হয় । এ সময় অভিযুক্ত আতিকুল নিজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তবে, কেন তিনি এ কাজ করলেন—এমন প্রশ্নের জবাবে চুপ থাকেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com