গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টা থেকে তারা বিক্ষোভ শুরু করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকার ফাইজা ইন্ডাস্ট্রিজ নামের কারখানার শ্রমিকরা মে মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি দেয়। পরে তারা মহাসড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, আমাদের কারখানায় ১৬’শ শ্রমিক কাজ করে। আজ মে মাসের বেতন ও ওভারটাইমের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে পরিশোধ না করায় আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এরপরে মহাসড়কে অবস্থান নিয়েছি। আমাদের বেতন এবং ওভারটাইমের টাকা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব।

কারখানার অ‌্যাডমিন অফিসার বজলুর রশিদ বলেন, শ্রমিকদের ওভারটাইমের টাকা বাকি রয়েছে। এটি গত বৃহস্পতিবার শ্রমিকরা দাবি করেন। তাদের রোববার দেওয়ার কথা ছিল কিন্তু সেটি প্রতিশোধ করা যায়নি। একসপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল কিন্তু আজ শ্রমিকরা কিছু না বলেই কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কে অবস্থান নিয়েছে। তবে তারা কোনো ভাঙচুর করেনি। আমরা হেড অফিসে কথা বলেছি৷ তাদের ওভারটাইমের যে টাকা তা আজকেই পরিশোধ করে দেওয়া হবে৷ তবে এখন তাদের দাবি আরও বাড়িয়েছে, আজ হঠাৎ বোনাসও চাচ্ছে। এটির দ্রুতই সমাধান করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বেতন ও ওভারটাইমের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়ানোর চেষ্টা করছি।