গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয়।
আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুহিন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদগাঁ মার্কেটের খায়রুলের চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। পরে সন্ত্রাসীরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিতের পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, ‘‘আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢোকে। পরে তিনজন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময়ে দোকানের বাইরে দুইজন রাম দা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বাধা দিতে গেলে তারা আমাকেও কুপিয়ে হত্যার হুমকি দেয়।’’
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, কারা বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com