গাজীপুরের টঙ্গীর বড়বাড়ি এলাকায় একটি কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ওই এলাকার বানজিং বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানা ও গুদামে আগুন লাগে। পরে আগুন দ্রুত কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায় নি।