গাজীপু‌রের ইভিএম ব‌রিশালে

লেখক:
প্রকাশ: ২ years ago

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বরিশাল পৌঁছেছে। বরিশাল শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে এসব মেশিন।

সোমবার (২৯ মে) বিকেলে এক হাজার ৫০০টি ইভিএম বরিশালে পৌঁছায়। বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বরিশালে সেই মেশিনেই ভোট দেবেন ভোটাররা। বরিশালের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ইতিমধ্যে প্রায় ১৫০ জনের বেশি ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে ৭ জন অংশ নেবেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার ভোট দেবেন।