গাজার উত্তরাঞ্চল ছেড়ে পালিয়েছে ৬ লাখ মানুষ

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত ছয় লাখ মানুষ পালিয়ে গেছে। মঙ্গলবার পশ্চিমা সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

 

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের হুমকির পর এসব বাসিন্দা পালিয়ে দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছে। দক্ষিণের শহর খান ইউনুসের এক বাসিন্দা জানিয়েছেন, তাদের বাড়িতে ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ছয় লাখ মানুষ পালিয়ে খান ইউনুস ও রাফাহতে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে চার লাখ জাতিসংঘের স্কুল ও ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। অনেক মানুষ সড়কে রাতযাপন করছে।

 

জাতিসংঘের ত্রাণ সংস্থার এক প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, ‘স্যানিটারি পরিস্থিতি স্রেফ ভয়ঙ্কর এবং আমাদের সরবরাহের বেসে খবর রয়েছে, সেখানে শত শত মানুষ একটি টয়লেট ব্যবহার করছে।’