গাছে ঝুলছিল অভিনেতার মরদেহ

লেখক:
প্রকাশ: ২ years ago

মালায়ালাম সিনেমার খল অভিনেতা এনডি প্রসাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘অ্যাকশন হিরো বিজু’খ্যাত এ অভিনেতার বাড়ি কেরালা রাজ্যের কালামসেরিতে। গত ২৫ জুন এ বাড়ির সামনের একটি গাছে ঝুলছিল তার মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এনডি প্রসাদ দুই সন্তান রেখে গেছেন। বাবার মরদেহ গাছে ঝুলতে দেখে প্রতিবেশীদের প্রথম খবর দেয় তারা। এনডি প্রসাদের আত্মীয়দের বরাত দিয়ে স্থানীয় এক পুলিশ অফিসার নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন—‘মানসিক ও পারিবারিক কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন এনডি প্রসাদ। গত কয়েক মাস ধরে তার স্ত্রীও তার বাড়িতে নেই। কিছু দিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন তিনি।’

 

পুলিশ জানিয়েছে, প্রসাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। সিন্থেটিক ড্রাগ রাখার অভিযোগে গত বছর তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যার মধ্যে ছিল ২.৫ গ্রাম হাশিশ, ১৫ গ্রাম গাঁজা ছিল। এ সময় তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।

‘অ্যাকশন হিরো বিজু’ ছাড়াও ‘ইবা’, ‘কারমানি’ সিনেমায় অভিনয় করেন এনডি প্রসাদ।