 
     গাইবান্ধার সাত উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্নস্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা, সাজাপ্রাপ্ত ও পলাতকসহ বিভিন্ন মামলার আসামি।
গাইবান্ধার সাত উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্নস্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা, সাজাপ্রাপ্ত ও পলাতকসহ বিভিন্ন মামলার আসামি।
গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ মুঠোফোনে বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এটা পুলিশের নিয়মিত অভিযান। তবে বিগত ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই সময়ে জেলার বিভিন্ন এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আবারও নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে জেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বেশিরভাগই বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com