নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমাকে প্রত্যাহার করেছে সরকার।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সেবাস্টিনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে সকালে ফরিদপুরের এডিসি সাইফুল হাসানকে প্রত্যাহার করা হয়। অপর আদেশে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আব্দুল মতিনকে গাইবান্ধার নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
কাজে সক্রিয় না থাকায় গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমাকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।
একইসঙ্গে ফরিদপুরের এডিসি সাইফুল হাসানের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, তাই ইসি তাকেও প্রত্যাহারের নির্দেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সাইফুল হাসানকে প্রত্যাহার করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com