গাঁটছড়া বাঁধলেন সোনম- আনন্দ আহুজা

লেখক:
প্রকাশ: ৬ years ago

গাঁটছড়া বাঁধলেন বলিউড তারকা সোনম কাপুর। দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। মঙ্গলবার সকালে মুম্বাইয়ে সোনমের খালা কবিতা  সিংহের  রকডেল বাংলোয় শিখ রীতিতে  তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিয়ের মূল অনুষ্ঠান শুরুর আগেই ঘনিষ্ঠজনেরা আসতে শুরু করেন। একে একে উপস্থিত হন করণ জোহর, অমিতাভ বচ্চন ও তার মেয়ে শ্বেতা নন্দা বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, স্বরা ভাস্কর, কারিশমা কাপুর, কারিনা কাপুর এবং সাইফ আলী খানেরমতো তারকারা।

এরই মধ্যে ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে সোনম কাপুরের বউ সাজের ছবি। ডিজাইনার অনুরাধা ভাকিলের নকশা করা একটি লাল লেহেঙ্গায় দেখা গেছে তাকে।আর বর আনন্দের পরনে ছিল বান্ধলা সেরওয়ানি।

মুম্বাইয়ের একটি পাচ তাঁরকা হোটেল লীলায় মঙ্গলবার সন্ধ্যায় সোনম-আনন্দের বিবাত্তোর সংবর্ধনার আয়োজন করা হযেছে। এতে থাকছে  নাচ-গানের ব্যবস্থাও।