পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে শাহআলম (৪২) নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে।
গোপন সংবাদেও সূত্র ধরে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার উলানিয়া বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। উলানিয়া বন্দরের মতলেব বেপারীর ছেলে শাহ আলম। বৃহস্পতিবার র্যাব তাকে গলাচিপা থানায় হস্তান্তর করে। চাদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়েছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় র্যাব-৮ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ইফতেখারুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলানিয়া বন্দর থেকে শাহ আলমকে গ্রেফতার করে।
দীর্ঘদিন ধরে সে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা দাবি এবং আদায় করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপরাধ স্বীকার করে এবং বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।